DHAKA STOCK EXCHANGE – এ ইউক্রেন-রাশিয়া ইস্যুর প্রভাবে বিগত সপ্তাহের ৪ কার্যদিবসের মোট লেনদেন ৩৯৮৭.৮৯ কোটি টাকা হতে কমে এই সপ্তাহের ৫ কার্যদিবসের মোট লেনদেন ৩৭৪৫.৮৩ কোটি টাকায় এসে দাড়িয়েছে । মোট ৬.০৭% নিম্নমুখী হয়েছে বাজারের সাপ্তাহিক লেনদেন।
DSE এর সাপ্তাহিক টার্নঅভার এ A এবং B ক্যাটগরি শেয়ারে লেনদেনর পরিমাণ কমলেও N এবং Z ক্যাটগরি শেয়ারের লেনদেন বেড়েছে।
A ক্যাটগরির সাপ্তাহিক লেনদেন ২৯৫১ কোটি লাখ থেকে কমে ২৭৯৮ কোটি ৭৯ লাখ হয়েছে। B ক্যাটগরির সাপ্তাহিক লেনদেন ৭০৩ কোটি ৬৬ লাখ থেকে কমে ৬১২ কোটি ৫০ লাখ হয়েছে।
তবে N ক্যাটগরির সাপ্তাহিক লেনদেন ১১২ কোটি ৯৭ লাখ থেকে বেড়ে ১৩২ কোটি ২ লাখ হয়েছে। আর Z ক্যাটগরির সাপ্তাহিক লেনদেন ৫৮ কোটি ৫০ লাখ থেকে বেড়ে ৬৫ কোটি ৬৩ লাখ হয়েছে। দৈনিক গড় লেনদেনর পরিমাণ ৯৯৬ কোটি ৯৭ লাখ থেকে নেমে ৭৪৯ কোটি ১৬ লাখ হয়েছে (২৪% হ্রাস ) ।
Dhaka Stock Exchange এর মোট মূলধনের পরিমাণ এই সপ্তাহে ১১৯২৮ কোটি টাকা হ্রাস পেয়েছে।
এই সপ্তাহে DSEX Index সুচকের মুভমেন্ট – ২৭ ফেব্রুয়ারি – ৬৬৭৬, ২৮ ফেব্রুয়ারি – ৬৭৩৯, ১ মার্চ – ৬৭৫৪, ২ মার্চ – ৬৭০০, ৩ মার্চ – ৬৬৯৭ ।
Source: tradingview.com, dsebd.org Data: dsestocks.com
Disclaimer: This article is just for educational purposes. It’s not intended to encourage anyone to buy or sell any particular stock.
Learn How To Trade Stocks With Professionals.
Training Program on Stock Market –
Dhaka Stock Exchange Training Academy
Bangladesh Institute of Capital Market (BICM)
Chittagong Stock Exchange
Institute of Cost and Management Accountants of Bangladesh
Bangladesh Securities and Exchange Commission – Training Program
Bangladesh Securities and Exchange Commission – Brief Investment Guide
BICM Academic Section