বিগত ৪ কার্যদিবসে তামিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে ৪২.৮৭ শতাংশ। গত সপ্তাহ ৭ই ফেব্রুয়ারি – ১৭৮.৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে আজ ১৩ই ফেব্রুয়ারি – ২৫৫.২০ টাকা হয়েছে।
কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ২০ টাকা ৫ পয়সা বা ২.৬১ শতাংশ বেড়ে সর্বশেষ ২৫৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এদিন এই শেয়ারের দর ২৪০ টাকা ১০ পয়সা থেকে ২৫৫ টাকা ২০ পয়সায় উঠানামা করেছে। গত দুই বছরে মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১৩ টাকা ২০ পয়সা। বস্ত্র খাতের প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৩৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন রয়েছে ৩০ কোটি ১ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ২১৭ কোটি ৩৭ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও রয়েছে ৪৯.০৮ পয়েন্টে।
Click on Photo for full view
তামিজ উদ্দিন টেক্সটাইলের বাজার পরিস্থিতি নিচে তথ্যচিত্রের সাহায্যে তুলে ধরা হলো –
শেয়ার ব্যবসায় সঠিক সময় শেয়ার ক্রয় এবং বিক্রির জন্য নিজেকে প্রস্তুত করতে THE MENTAL GAME OF TRADING বইটি পড়ুন। বইটির ডাউনলোড লিঙ্ক – Download Book
Dhaka Stock Exchange Website link for TAMIJTEX Price Chart:
https://www.dsebd.org/php_graph/monthly_graph.php?inst=TAMIJTEX&duration=1&type=price
Dhaka Stock Exchange link for company fundamentals:
https://www.dsebd.org/displayCompany.php?name=TAMIJTEX
Source: tradingview.com, amarstock.com, dsebd.org Data: dsestocks.com
Disclaimer: This article is just for educational purposes. It’s not intended to encourage anyone to buy or sell any particular stock.
Learn How To Trade Stocks With Professionals.
Training Program on Stock Market –
Dhaka Stock Exchange Training Academy
Bangladesh Institute of Capital Market (BICM)
Chittagong Stock Exchange
Institute of Cost and Management Accountants of Bangladesh
Bangladesh Securities and Exchange Commission – Brief Investment Guide
BICM Academic Section
Highly organized and nice presentation. I was waiting such a long time for this sort of content on bd stock market.